নয়াদিল্লি: আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাকে কথাবার্তা শুরু হয়েছে বলে জানালেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।
এর আগে দক্ষিণ আফ্রিকার হেড কোচ মার্ক বাউচার বলেছিলেন যে, ডিভিলিয়ার্সকে দলে পেলে তিনি স্বাগত জানাবেন। হেড কোচের এই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডুপ্লেসিস বলেছেন, দু-তিন মাস ধরেই এ ব্যাপারে কথাবার্তা হচ্ছে।
এমজানসি সুপার লিগের ফাইনালে বাউচারের কোচিংয়ে খেলা দল শওয়ানে স্পার্টানকে হারিয়ে জয়ী হয়েছে ডুপ্লেসিসের পার্ল রকস দল। বোলান্ড পার্কে ফাইনালের পর ডুপ্লেসিস বলেছেন, আপাতত তাঁর নজর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতিতে। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এই সিরিজ শুরু হবে।
ডুপ্লেসিস বলেছেন, টেস্ট ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টি ২০ ক্রিকেটের লড়াইটা অন্য ধরনের।
২০১৭-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ডিভিলিয়ার্স। এরপর যদি তিনি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তবে তা হবে শুরু মাত্র টি ২০ ক্রিকেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত তম এই ফরম্যাটের স্পেশ্যালিস্ট হিসেবে গন্য হন তিনি। শওয়ানে স্পার্টানের হয়ে সোমবারের ফাইনালে তিনি হাফসেঞ্চুরি করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তিনি।
ডুপ্লেসিস বলেছেন, দেশের বাইরে খুব বেশি থাকার ব্যাপার নয়। পুরোদস্তুর সফর হলে অনেকটা সময় রাস্তায় কাটাতে হয়। টি ২০ বিশ্বকাপও খুব বেশি দূরে নয়। এই মরশুমে টি ২০ আন্তর্জাতিকও খুব বেশি নেই। এ ব্যাপারে কথাবার্তা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে।
গত কয়েক সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নাটকীয় পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন ডুপ্লেসিস। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ ইন্টিরিম ডিরেক্টর অফ ক্রিকেট নির্বাচিত হয়েছেন। বাউচারকে হেড কোচ করা হয়েছে।