সাংহাই: টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস। বাংলায় জনপ্রিয় প্রবাদ। এবার যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে চিনের ফুটবলারদের ক্ষেত্রে।

করোনা আতঙ্কে দেশ ছেড়েছিলেন। এবার করোনা থেকে বাঁচতেই দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন। যদিও বিমানযাত্রার কড়াকড়ি, উড়ান বাতিলের হিড়িক আর কোয়ারেন্টাইনের ফাঁসে হাঁসফাঁস দশা তাঁদের। দেশে ফেরাও বিশ বাঁও জলে।

চিনেরই উহানে প্রথম প্রাদুর্ভাব ঘটে নোভেল করোনাভাইরাসের। যা পরে মহামারীর চেহারা নেয়। আতঙ্কে চিনের বেশিরভাগ ফুটবল ক্লাবই দলবলসমেত পাড়ি জমায় ভিনদেশে। বেশিরভাগেরই অস্থায়ী ঠাঁই হয় ইউরোপের বিভিন্ন দেশ। চিনের জাতীয় ফুটবল দল পাড়ি জমায় দুবাইয়ে। তবে করোনা আতঙ্ক এখন গ্রাস করেছে গোটা বিশ্বকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে যে, মহামারীর কেন্দ্রস্থল এখন ইউরোপ। যার জেরে তড়িঘড়ি দেশে ফিরতে চাইছেন চিনা ফুটবলাররা।

যদিও করোনার জেরে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বিপর্যস্ত। রয়েছে নানারকম বিধিনিষেধ। আটকে পড়েছেন চিনা ফুটবলাররা। সমস্যায় চিনের ক্লাবে খেলা বিদেশিরাও।

যেখান থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস, চিনের সেই উহানের ফুটবল ক্লাব উহান জল এফসি জানুয়ারির শেষের দিকেই স্পেনে গিয়ে অস্থায়ী শিবির করে। তবে করোনা আতঙ্কে এখন ত্রস্ত ইউরোপের দেশগুলি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে ফিরে শেনঝেংয়ে শিবির করতে চাইছেন উহান এফসি-র কর্তারা। যদিও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের সেই চেষ্টা থমকে। উহান এফসি-র ব্রাজিলীয় স্ট্রাইকার লিও ব্যাপতিস্তাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, পরিস্থিতি পুরো উল্টে গিয়েছে। স্পেন থেকে তিনি বলেছেন, ‘আমরা এখানে আরও বিপদের মধ্যে রয়েছি। এখন মনে হচ্ছে এখান থেকে যেতে পারলেই ভাল।’

চিনা সুপার লিগ শুরু হওয়ার কথা ছিল ২২ ফেব্রুয়ারি থেকে। করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত হয়ে গিয়েছে।

ইতালির বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক ফাবিও কানাভারোর দল গুয়াংঝাউ এভারগ্রেনেড গতবারের সিএসএল খেতাবজয়ী। অনেক টানাপোড়েনের পর দুবাই থেকে চিনে ফিরতে পেরেছেন কানাভারোরা। চিনের সংবাদমাধ্যমের খবর, স্পেন ছেড়ে বেরলেও জার্মানির ফ্রাঙ্কফুর্টে আটকে রয়েছে উহান জল ফুটবল দল। দেশে ফিরতে পারছেন না চিনের জাতীয় দলের ফুটবলাররাও। কারণ, বিদেশ থেকে ফিরলে প্রত্যেককেই যেতে হবে কোয়ারেন্টাইন শিবিরে।

চিনে রোগের প্রকোপ কিছুটা কমলেও চিনা প্রশাসনের আশঙ্কা, বিদেশ থেকে ফের ভাইরাস প্রত্যাবর্তন ঘটাতে পারে। বসাতে পারে মারণথাবা।