ঢাকা: বাংলাদেশ সফরে গিয়ে অনুশীলনে জাতীয় পতাকা রাখা নিয়ে বিতর্কে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারিভাবে এ বিষয়ে আপত্তি না জানালেও, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার জেরে শেষপর্যন্ত বিসিবি-র কাছ থেকে অনুশীলনে পতাকা রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বিসিবি সেই অনুমতি দিয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে বিসিবি-র কোনও বক্তব্য জানা যায়নি।


এবারের বাংলাদেশ সফরে পাকিস্তান তিনটি টি-২০ এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। তিনটি ম্যাচই হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট ম্যাচ। তারপর দু’দল ঢাকায় ফিরে আসবে। সেখানেই হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।


টি-২০ সিরিজের জন্য ঢাকায় অনুশীলন করছে পাকিস্তান দল। রোজই পাকিস্তানের অনুশীলনে দেখা যাচ্ছে তাদের জাতীয় পতাকা। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন, বাংলাদেশের মাটিতে জাতীয় পতাকা উড়িয়ে রাজনৈতিক বার্তা দিতে চাইছে পাকিস্তান। যদিও পিসিবি-র এক মুখপাত্র দাবি করেছেন, ‘যে কোনও দ্বিপাক্ষিক সিরিজে মাটে দু’দলেরই পতাকা থাকে। তাই কোচেরা যদি অনুশীলনের সময় জাতীয় পতাকা রাখার সিদ্ধান্ত নেন। তাহলে কারও আপত্তি থাকার কথা নয়।’


পিসিবি-র পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাকলিন মুস্তাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে জাতীয় পতাকা রাখার রীতি চালু হয়েছে। এ বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে অনুশীলনে জাতীয় পতাকা রাখা শুরু হয়েছে। সাকলিনের মতে, ক্রিকেটাররা দেশের প্রতিনিধিত্ব করেন। তাই অনুশীলনে জাতীয় পতাকা থাকলে ক্রিকেটারদের মনে হবে, দেশের মানুষ তাঁদের সঙ্গে আছেন। টি-২০ বিশ্বকাপের সময়ও রোজ পাকিস্তানের অনুশীলনে জাতীয় পতাকা রাখা থাকত। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপ হলেও, সরকারিভাবে আয়োজক দেশ ছিল ভারত। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে পাকিস্তানের অনুশীলনে জাতীয় পতাকা রাখা নিয়ে আপত্তি করা হয়নি। বাংলাদেশে হইচই হওয়ার পরেই বিষয়টি সামনে এল।