ঢাকা ও মেলবোর্ন: পুরানো মেজাজেই দেখা গেল ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়া দলের এই ওপেনারের বল বিকৃতিকাণ্ডে নির্বাসনের মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিধ্বংসী মেজাজেই দেখা গেল ওয়ার্নারকে। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ডান হাতে ব্যাট করে ৩ বলে ১৪ রান করলেন তিনি। তবে আর এক নির্বাসিত অজি ক্রিকেটার স্মিভ স্মিথের মতো কনুইতে চোট পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে। গত বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে সিলেটের অধিনায়ক ১৯ তম ওভারে ডান হাতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিপক্ষের বোলার ক্রিস গেইল যে অ্যাঙ্গেলে বোলিং করছিলেন, তা মোকাবিলার জন্যই ডান হাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। সবাইকে বিস্মিত করে ডান হাতে ব্যাট করে বেশ সফল হলেন তিনি। প্রথম দুটি বল ব্যাটে লাগেনি। এরপর ডান হাতে ব্যাট করে প্রথম বলটাই লং অনের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এরপর অ্যাঙ্গেল বদলানোর জন্য গেইল যখন ওভার দ্য উইকেট বোলিং করলেন, তখন সেই বল সুইপ করে বাউন্ডারি মারলেন ওয়ার্নার। এরপর সুইচ শটে ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। এই প্রথম বাঁহাতি ওয়ার্নার ডানহাতে ব্যাটিংয়ের চেষ্টা করলেন না। ২০১০-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচে এমন চেষ্টা করেছিলেন। কিন্তু ফিল্ড আম্পায়ার এ ব্যাপারে তাঁকে অনুমতি দেননি। তবে বিপিএলে মাঝপথে ডানহাতে ব্যাটিং করার ক্ষেত্রে আম্পায়ার বাধা দেননি। কিন্তু শেষপর্যন্ত কনুইতে চোট পাওয়ায় তাঁকে দেশে ফিরতে হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে যে, চোট কতটা গুরুতর তা জানা নেই। দেশে ফেরার আগে পর্যন্ত তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন। এর অর্থ ১৮ ও ১৯ জানুয়ারির ম্যাচে তিনি খেলবেন। স্মিথের ইতিমধ্যেই দেশে ফেরার পর কনুইয়ে চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে। ছয় সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। আগামী সোমবার অস্ট্রেলিয়ার ফিরছেন ওয়ার্নার। সেখানে তাঁর চোট পরীক্ষা করে দেখা হবে। আগামী ২৮ মার্চ দুজনের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচে তাঁরা খেলবেন বলে আশা করা হচ্ছে।