রিও ডি জেনেইরো: আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর কার্যত কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ভারতের পুরুষ হকি দল। ৩৬ বছর পরে অলিম্পিকের নক-আউট পর্যায়ে খেলবে ভারতের হকি দল। তবে তার আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। বিশ্বের দু নম্বর দলের বিরুদ্ধে শ্রীজেশ-রুপিন্দর পাল সিংহদের লড়াই সহজ হবে না। সেই কারণে এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক থাকছে ভারত।


 

নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারতের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, ‘আমরা সবে গ্রুপ লিগে তিনটি ম্যাচ খেলেছি। আরও দুটি ম্যাচ বাকি। আমাদের আরও ভাল খেলতে হবে। কারণ, বেশি পয়েন্ট অর্জন করতে পারলে কোয়ার্টার ফাইনালে ক্রমতালিকায় পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাব। তাই বাকি দুটি ম্যাচে আরও ভাল পারফরম্যান্স চাই।’

 

গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে বিশ্ব লিগের ফাইনালে নেদারবল্যান্ডসকে হারিয়ে দিয়েছিল ভারত। সেই ম্যাচেরই পুনরাবৃত্তি চাইছেন শ্রীজেশ। ভারতের অধিনায়ক বলেছেন, ‘নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিরুদ্ধে জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমাদের ছন্দ ধরে রাখতে হবে। নেদারল্যান্ডস দল যথেষ্ট অভিজ্ঞ। ওদের বিরুদ্ধে ভাল ফল করতে গেলে আমাদের শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকতে হবে।’

 

ভারতীয় হকি দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যান্স ২০ বছর আগে আটলান্টা অলিম্পিকে প্রথম সোনা জয়ী ডাচ দলের নায়ক ছিলেন। এবার নিজের দেশের বিরুদ্ধেই তাঁর লড়াই। নেদারল্যান্ডসকে হারানোর পরিকল্পনা করছেন অল্টম্যান্স। তাঁর বক্তব্য, ডাচদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক ম্যাচ খেলেছে ভারত। এবারও জিততেই পারে ভারত।