মুম্বই: রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের হারের পর ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে মহেন্দ্র সিংহ ধোনির জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্নচিহ্ন উঠল।
গতকালই ভারতের টি-২০ স্কোয়াডে ধোনির জায়গা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। বলেছেন, এই ফর্ম্যাটে অন্য কাউকে দলে নেওয়া উচিত। এদিন একই আশঙ্কা প্রকাশ করলেন দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকর।
গত শনিবারের ম্যাচে ১৯৭ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ৯.১ ওভারে ৬৭/৪। ক্রিজে অধিনায়ক কোহলিকে সঙ্গ দিতে যোগ দেন ধোনি।
প্রাক্তন অল-রাউন্ডারের মতে, তখনও ম্যাচটি ওপেন ছিল। একদিকে যথন কোহলি বাউন্ডারি মেরে চাপমুক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন, সেখানে ধোনি থমকে যান। আগরকর জানান, ধোনি যদি সেদিন খেলে দিত, তাহলে ভারত জিততেও পারত।
আগরকর বলেন, ধোনি যদি প্রথম থেকেই চালিয়ে খেলত, তাহলে ভারতের জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু, ওর এই সমস্যাটা, শুধু এই ম্যাচে নয়, বেশ কিছুদিন ধরেই হচ্ছে। ক্রিজে থিতু হতে কিছু সময় লাগছে ওর। টি-২০ ক্রিকেটে যে অবকাশ মেলেনা।
আগরকর জানান, অনেকেই বলছেন, ধোনির ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা উচিত। কিন্তু, এই ম্যাচে ধোনি দশম ওভারে নেমেছিল। ফলে, যথেষ্ট সময় পেয়েছিল। প্রাক্তন অল-রাউন্ডারের মতে, টি-২০ তে অন্তত ধোনির পরিবর্ত কাউকে দলে নেওয়ার কথা ভাবা উচিত ভারতের।
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য থাকা আগরকরের মতে, একদিনের ম্যাচে ওর ভূমিকা নিয়ে সকলেই সন্তুষ্ট। কিন্তু, টি-২০ ম্যাচ আরও দ্রুত। ও যদি দলের অধিনায়ক হত, তাহলে বিষয়টি ভিন্ন হত। কিন্তু, স্রেফ ব্যাটসম্যান হিসেবে দল মনে হয় না ওর অভাব অনুভব করবে। কারণ, দলে এখন বহু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।