ফের ইউরোর ম্যাচে গণ্ডগোল। ক্রোয়েশিয়া বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচের মাঝেই হাতাহাতি-গণ্ডগোল শুরু করে ক্রোয়েশিয়ার সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে ২ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

 

দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটের মাথায় এক গোল শোধ করেন চেক প্রজাতন্ত্রের স্কোডা। ম্যাচের শেষ লগ্নে গণ্ডগোল শুরু করেন ক্রোয়েশিয়ার সমর্থকরা। মাঠ লক্ষ্য করে মশালও ছোঁড়া হয়। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ম্যাচ। ফের ম্যাচ শুরু হওয়ার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল শোধ করে ম্যাচ ড্র করে চেক প্রজাতন্ত্র।