অস্ট্রেলিয়া সহজেই সেমিফাইনালে যাবে, ভারতের বোলিং আক্রমণে ভারসাম্য আছে, বলছেন আগরকর
Web Desk, ABP Ananda | 29 May 2019 08:28 PM (IST)
ভুবনেশ্বর কুমারের চেয়ে মহম্মদ শামিকে এগিয়ে রাখছেন আগরকর। তাঁর মতে, ভারতীয় দল যদি দুই পেসার খেলায়, তাহলে বুমরাহ ও শামিকেই দলে রাখা উচিত। তাঁদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ড্য।
ফাইল ছবি
মুম্বই: এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকেই ফেভারিট হিসেবে দেখছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অজিত আগরকর। তাঁর মতে, সহজেই সেমিফাইনালে যাবে অ্যারন ফিঞ্চের দল। তবে ভারতের পেস বোলিংয়েরও প্রশংসা করেছেন আগরকর। বিশেষ করে জসপ্রীত বুমরাহর কথা উল্লেখ করেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের চেয়ে মহম্মদ শামিকে এগিয়ে রাখছেন আগরকর। তাঁর মতে, ভারতীয় দল যদি দুই পেসার খেলায়, তাহলে বুমরাহ ও শামিকেই দলে রাখা উচিত। তাঁদের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ড্য। কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে আজ আগরকর বলেছেন, ‘বুমরাহ কী করতে পারে, সেটা আমরা দেখেছি। ওর খারাপ দিন খুব কমই দেখা যায়। ভারতীয় দল যদি দুই পেসারকে খেলানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আমার মতে, ভুবনেশ্বর কুমারের আগে শামিকে খেলানো উচিত। ও ভাল ফর্মে আছে। হার্দিক পাণ্ড্য তৃতীয় পেসার। ভারতের বোলিং আক্রমণে ভারসাম্য আছে।’ ভারতের বোলিং আক্রমণের প্রশংসা করে আগরকর আরও বলেছেন, ‘রিস্ট স্পিনার হিসেবে আছে (রবীন্দ্র) জাডেজা। কোনও ফিঙ্গার স্পিনারকে যদি রিস্ট স্পিনারের বদলে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আক্রমণে অভিজ্ঞতা ও বৈচিত্র্য থাকবে। শুধু একজন বাঁ হাতি পেসারের অভাব আছে।’