নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর সেরে সদ্য দেশে ফিরেছেন। এবার ১৩টি টেস্ট খেলতে হবে। তাই দলীপ ট্রফির ফাইনালে না খেলে বিশ্রাম নিতে চাইছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতোই তিন পেসার মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।

 

এবার দলীপ ট্রফি গোলাপী বলে দিন-রাতের খেলা হওয়ায় কোহলি সহ ভারতীয় দলের বেশিরভাগ তারকাকেই খেলানোর উদ্যোগ নিয়েছিল বোর্ড। কিন্তু দীর্ঘ সফরের ক্লান্তি এবং আসন্ন নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির কথা মাথায় রেখেই সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিসিআই।

 

কোহলি, শামি, ইশান্ত, ভুবনেশ্বররা না খেললেও, নতুন চেহারার দলীপ ট্রফির ফাইনালে তারকার অভাব থাকছে না। অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন,  অমিত মিশ্ররা খেলবেন। ১০ থেকে ১৪ সেপ্টেম্বর এই ম্যাচ হবে।