আইজল: ঘরের মাঠে চেনা পরিবেশ-পরিস্থিতিতে দর্শক সমর্থনকে হাতিয়ার করে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে আই লিগ জয়ের দৌড়ে এগিয়ে গেল আইজল এফসি। ৮৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন জোমিংলিয়ানা রালতে। ১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে আই লিগে এক নম্বরে খালিদ জামিলের দল। সমসংখ্যক ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৩৩। শেষ ম্যাচে লাজংয়ের সঙ্গে ড্র করতে পারলেই উত্তর-পূর্ব ভারতের প্রথম দল হিসেবে আই লিগ জিতবে আইজল। অন্যদিকে, লাজং যদি আইজলকে হারিয়ে দেয় এবং চেন্নাই সিটি এফসি-কে বড় ব্যবধানে হারিয়ে দেয় মোহনবাগান, তাহলে আই লিগ আসবে সবুজ-মেরুন তঁবুতে।


আইজলে বৃষ্টি, কুয়াশার মধ্যে শুরু থেকেই লড়াই চালাচ্ছিল দু দল। প্রতিকূল পরিবেশেও মোহনবাগানই বেশি আক্রমণ করছিল। সনি, জেজে, ড্যারেল ডাফিরা আইজল রক্ষণকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। কিন্তু তাঁরা গোল করতে ব্যর্থ হন। ঘন কুয়াশার কারণে প্রথমার্ধের শেষদিকে দু বার খেলা সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হন রেফারি। এর ফলেই বোধহয় সবুজ-মেরুন জার্সিধারীরা ছন্দ হারিয়ে ফেলেন। দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রাধান্য বিস্তার করে আইজল। মাহমুদ আল-আমনা, আশুতোষ মেহতারা ভাল পারফরম্যান্স দেখান। তারই ফলে ৮৩ মিনিটে কাঙ্খিত গোল আসে। দ্বিতীয় গোল করে আজই আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিল আইজল। কিন্তু সুযোগ নষ্ট করায় খালিদের দলকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।