মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরছেন রবি শাস্ত্রী। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বিবৃতি দিয়ে রাহুলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাহুল কোচ হওয়ায় বেজায় খুশি ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। তিনি বলেন, 'শৃঙ্খলা ও একনিষ্ঠতার অন্যতম রোল মডেল মানা হয় রাহুল দ্রাবিড়কে। একজন কোচের কাছ থেকে অনেক কিছুই চাওয়া হয়। কিন্তু এই দুটো বিষয় সবসময় প্রাধান্য পায়। ভারতের আগামী টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচনে রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের মধ্যে কে বড় ভূমিকা নেন, তা দেখার। ওঁকে যখন কোচ করা হয়েছে, তখন ওঁর কথা শোনা উচিত। নাহলে তো যে কেউই কোচ হতে পারে।' প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বলেন, 'রাহুলের মতো বড় নামকে যদি কোচ করে আনা হয়, তবে তাঁর কথা গুরুত্ব দিতে হবে। এটাই আমার অনুরোধ বিসিসিআইয়ের কাছে। ওঁর ভিশন নিয়ে ওঁকে ভাবতে দেওয়া ও ওঁকে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত।'


নতুন দায়িত্ব পাওয়ার পরই দ্রাবিড় বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই দায়িত্ব পেয়ে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এতদিন রবি শাস্ত্রীর কোচিংয়ে ছেলেরা ভাল পারফর্ম করেছে। আমি সেই ধারাটাই বজায় রাখতে চাই। আগামী বছর বেশ কয়েকটা টুর্নামেন্ট রয়েছে আমাদের। সেগুলোতে ভাল পারফর্ম করতে হবে দলগত ভাবে। এই ছেলেদের আমি অনেককেই অনূর্ধ্ব ১৯, ভারত এ ও কাউকে এনসিএতে একসঙ্গে কাজ করার সুবাদে বেশ কাছের থেকে দেখেছি। ওঁরা প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করেছে।'


জাতীয় দলের হেডস্যারের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন। 


আরও পড়ুন: ৩৩ পূরণ করলেন বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্ত্রী অনুষ্কার