অ্যান্টিগা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বিরাট জয়ের পথে ভারত। সৌজন্যে অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারীর ব্যাটিং এবং একই সঙ্গে ঈশান্ত শর্মা ও যশপ্রীত বুমরাহের আগুনে বোলিং। রবিবার অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১৯ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। লক্ষ্যে পৌঁছতে গিয়ে শুরুতেই গুড়িয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং। প্রথম সাড়ে ৭ ওভারেই ৫ উইকেট হারায় জেসন হোল্ডারের দল। ৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ঈশান্ত। ৩ ওভার ৩ বলে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরাহ। তৃতীয় সেশনের খেলা শুরু হতেই শাই হোপকেও প্যাভিলিয়নে ফেরান তিনি। যার ফলে বুমরাহের ঝুলিতে এল ৪ উইকেট।





উল্লেখ্য, এদিন ম্যাচের রাশ নিজের হাতে নিয়েই ব্যাট করতে নেমেছিল ভারত। যদিও শুরুতেই ৫১ রানে আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। এরপর সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং অলরাউন্ডার হনুমা বিহারীর যুগলবন্দি ভারতকে শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দেয়। অ্যান্টিগায় নিজের টেস্ট কেরিয়ারের দশ নম্বর শতরান (১০২) করেন অজিঙ্কা। তিনি ভারতের ষোড়শ ক্রিকেটার, যিনি টেস্ট ক্রিকেটে ১০টি শতরান করলেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট শতরানের ২ বছর পর এই শতরান পেলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। খুব কাছে গিয়েও শতরান ফেলে এলেন হনুমা বিহারী। হোল্ডারের বলে ৯৩ রানে আইট হন তিনি।





এরপর ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ ঋষভ পন্থ। ৭ রানে ঋষভ আউট হতেই ইনিংস ডিক্লিয়ার করেন বিরাট। তখন ভারতের রান ৭ উইকেট হারিয়ে ৩৪৩। প্রথম ইনিংসে ৭৫ রানের সুবাদে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪১৯ রানের লক্ষ্য রাখে। জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা ভিভের দেশ।