কেপ টাউন: সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Team India)। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য একটি সান্ত্বনাও রইল।


মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। বড় কৃতিত্ব অর্জন করলেন রিচা ঘোষ। যে কৃতিত্ব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররাও পাননি, সেই স্বীকৃতিই পেয়েছেন বঙ্গকন্যা। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। আর তার সুফলও পেলেন রিচা।


হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা বা জেমাইমা রড্রিগেজরা পারেননি। ভারতের মুখ রক্ষা করেছেন রিচাই। বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার দৌড়ে যে ৯ জন প্লেয়ার রয়েছেন, তাতে জায়গা পেয়েছেন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্য। বিশ্বকাপে রিচার পারফরম্যান্সই ভারতীয়দের মধ্যে সব থেকে ভালো। পাঁচটি ম্যাচ খেলে রিচা আউট হয়েছেন দু’বার। ১৩০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। ৬৮ গড়ে করেছেন মোট ১৬৮ রান। শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পিছনে দাঁড়িয়েও রিচা দুরন্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ইনিংসের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।                  


রিচা ছাড়া প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন আরও আট জন ক্রিকেটার। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং, উইকেটরক্ষক-ব্যাটার অ্যালিসা হিলি, অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার, ইংল্যান্ডের দুই ক্রিকেটার সিভার ব্রান্ট, সোফি একলেস্টোন এবং দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার তাজমিন ব্রিটস আর লউরা উলভার্ট। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেলে ম্যাথিউজ।                                        


এ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেন হরমনপ্রীত। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই পোস্টটা আমাদের সেই সকল সমর্থকদের জন্য যারা আমাদের গোটা বিশ্বকাপে সমর্থন করেছেন। আমাদের ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি ক্রিকেটভক্তদের কাছে নিজেদের প্রিয় দলকে হারতে দেখা কতটা কষ্টকর। আমি খালি এটাই বলতে পারি যে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং আপনাদের সকলের মুখ উজ্জ্বল করব।'




আরও পড়ুন: স্লেজিং করে ধোনির ধমক খেয়েছিলেন ইশান্ত, ফাঁস করলেন পাক তারকা ক্রিকেটার