লন্ডন: ওভালে ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। আজ তিনি এই ঘোষণা করেছেন। এক বিবৃতিতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘গত কয়েকমাস ধরে অনেক চিন্তা করে আমি ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করছি। এই দিনটি বিষাদের হলেও, আমি হাসিমুখেই বিদায় নিতে পারি। কারণ, আমি জানি আমাকে সবকিছুই দেওয়া হয়েছে। কিছুই বাকি নেই। আমি যা কোনওদিন কল্পনাও করতে পারিনি, তার চেয়ে বেশিই পেয়েছি। এতদিন ধরে ইংল্যান্ডের কয়েকজন মহান ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করি। সতীর্থদের সঙ্গে আর ড্রেসিংরুম ভাগ করে নিতে পারব না, এটা ভেবেই অবসর নেওয়ার সিদ্ধান্ত সবচেয়ে কঠিন মনে হচ্ছিল। তবে ঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
চলতি সিরিজে একেবারেই ফর্মে নেই টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী কুক। সাতটি ইনিংসে মাত্র ১০৯ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তিনি দল থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে তার আগে নিজেই সরে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন তিনি। এখনও পর্যন্ত ১৬১টি টেস্ট ম্যাচ খেলে ৪৪.৮৮ গড়ে ১২,২৫৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শতরান ৩২টি এবং অর্ধশতরান ৫৬টি। সর্বোচ্চ রান ২৯৪। ২০১১ সালে বার্মিংহ্যামে ভারতের বিরুদ্ধেই এই রান করেন কুক। তিনি অধিনায়ক হিসেবেও সাফল্য পান।
ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুক
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2018 06:04 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -