আইপিএলের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম
দিল্লির হয়ে জাহির খান ও অমিত মিশ্র তিনটি করে উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স নিয়েছেন দুটি উইকেট। নাদিম ও মোরিস পেয়েছেন একটি করে উইকেট।
দিল্লির পক্ষে উইকেটরক্ষক ঋসভ পন্ত ৩, স্যামসন ও মরিস ২ টি, নাদিম, নায়ার ও মিশ্র ১ টি করে ক্যাচ ধরেছেন।
টি-২০-তে অবশ্য এই ঘটনা নতুন নয়। এর আগে নটি ম্যাচে একটি দলের সব ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছেন।
আইপিএলের ১০ বছরের ইতিহাসে কোনও একটি দলের একটি ইনিংসে ১০ ব্যাটসম্যানেরই ক্যাচ আউট হওয়ার ঘটনা এই প্রথম।
দশম আইপিএলের দিল্লি বনাম পুনের ম্যাচে এমন এক রেকর্ড হল যা টুর্নামেন্টের ইতিহাসে এর আগে হয়নি। পুনের সব ব্যাটসম্যানই ক্যাচ আউট হলেন।
ম্যান অফ দ্য ম্যাচ তথা তরুণ ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের ১০২ রানের দুরন্ত ইনিংসের পর বোলিংয়েও বিক্রম দিল্লি ডেয়ারডেভিলসে। এরই সম্মলিত ফল হল দিল্লি রাইজিং পুনে সুপারজায়েন্টসকে ৯৭ রানে বিধ্বস্ত করল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লি করে ২০৫ রান। জবাবে ১৬.১ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায় পুনে।