মুম্বই: শ্রেষ্ঠ সময়ে তাঁকে বলা হত, এই গ্রহের খারাপতম ব্যক্তি। তাঁর ভয়ঙ্কর জোরালো ঘুষির সামনে দাঁড়াতে পারতেন না তাবড় বক্সাররা। সেই মাইক টাইসন বললেন, সেরা যোদ্ধারা সকলেই এসেছেন বস্তির অন্ধকার থেকে, তিনিও ব্যতিক্রম নন।
প্রাক্তন বিশ্বসেরা হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মিক্সড মার্শাল আর্ট কিউমাইট ১ লিগের উদ্বোধন উপলক্ষ্যে এখন মুম্বইতে। নিজেকে স্লামডগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর উচ্চাকাঙ্খা ছিল, একদিন বস্তি থেকে বেরিয়ে আসবেন, আর এখন তিনি এই জায়গায় পৌঁছেছেন। কঠোর পরিশ্রম করলে বস্তির জীবন, অসহনীয় দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। এখনও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পুরনো ঠিকানায় যান তিনি। তারা এখনও বস্তিতে থাকে।
এখন ৫২ বছরের টাইসন ১৯৮৮ সালে ২০ বছর ৪ মাস ২২ দিন বয়সে বিশ্বের তরুণতম হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, ২০০৫ সালে অবসরের আগে পর্যন্ত রেকর্ড ৫০টি জয় পেয়েছেন তিনি, তার মধ্যে ৪৪ বার নকআউটে। আর হেরেছেন মাত্র ৬ বার। কেরিয়ারের শুরুতে ধর্ষণের অপরাধে জেলেও কাটিয়েছেন। তিনি জানিয়েছেন, এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বইয়ের ধারাভিতে যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর, যাবেন তাজমহল দেখতেও।
এই প্রথম ভারতে এলেন টাইসন। জানিয়েছেন, এ দেশে আসতে পেরে তিনি দারুণ উত্তেজিত, এ ব্যাপারে কখনও তিনি স্বপ্নেও ভাবেননি। জানিয়েছেন, তাঁর শ্রেষ্ঠ প্রতিপক্ষ হলেন লেনক্স লুইস, ইভান্ডার হোলিফিল্ড ও বুস্টার ডগলাস। আর এখন তাঁর মতে সেরা বক্সার অ্যান্থনি জোসুয়া। তবে ভারতবাসীর প্রিয়তম খেলা ক্রিকেট নিয়ে বিশেষ কিছু জানেন না। টাইসন বলেছেন, ক্রিকেট মানে একটা লাঠি দিয়ে বল মারা, অনেকটা বেসবলের মত, তাই না?
শ্রেষ্ঠ যোদ্ধারা আসেন বস্তি থেকে, আমিও তাই, বললেন মাইক টাইসন
ABP Ananda, Web Desk
Updated at:
29 Sep 2018 01:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -