চট্টগ্রাম: ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন অলরাউন্ডার বেন স্টোকস। শনিবার সকালে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রান করেন স্টোকস। মূলত তাঁরই দাপটে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ২২৮। ২৭৩ রানে এগিয়ে ইংল্যান্ড। খেলার এখনও বাকি দু দিন। ফলে এই টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি।

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ২২১। কিন্তু তৃতীয় দিন সকালে মাত্র ২৭ রানের মধ্যে বাকি পাঁচ উইকেট পড়ে যায়। লোয়ার অর্ডারের কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও ৬২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই অবস্থা থেকে স্টোকস ও জন বেয়ারস্টোর (৪৭) জুটি বাংলাদেশকে পাল্টা চাপে ফেলে দেয়। বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েছেন। তবে তিনি স্টোকসকে রুখতে পারেননি। ফলে এই টেস্টে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ।