গতকাল দিনের শেষে ৪ উইকেটে ১৬৮ রান করেছিল পঞ্জাব। আজ সকালে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে যুবরাজ সিংহের দল। ২০৩ রানে ৮ উইকেট পড়ে যায়। সেই পরিস্থিতিতে রুখে দাঁড়ান গীতাংশ খেরা (৩৮) ও সন্দীপ শর্মা (অপরাজিত ৪৬)। এর ফলেই ২৭১ রানে পৌঁছয় পঞ্জাব। বাংলার হয়ে অভিজ্ঞ অশোক ডিন্ডা ও এই ম্যাচেই অভিষেক হওয়া তরুণ পেসার অমিত কুইলা পাঁচটি করে উইকেট নিয়েছেন। ডিন্ডা প্রথম শ্রেণির ম্যাচে ৩২০ উইকেট নিয়ে রণদেব বসুকে (৩১৭ উইকেট) টপকে গেলেন।
দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরণ (২৫) ও সায়নশেখর মন্ডল (১৮) শুরুটা মন্দ করেননি। তবে সুদীপ চট্টোপাধ্যায় (৬), অগ্নিভ পান (১২) ব্যর্থ হন। পঙ্কজ শ ২৯ রান করেন। অধিনায়ক মনোজ দিনের শেষে ৬১ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন শ্রীবৎস গোস্বামী (২৩)।