আমদাবাদ: আইপিএলের ফাইনালে (IPL Final 2023) আজই চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স (GT vs CSK) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচ মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছিল। ধোনি এরপর আর আইপিএলে খেলতে নামবেন কি না, সেটা সময়ই বলবে। তবে আজকের ফাইনালই আরেক সিএসকে তারকা আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) এই টুর্নামেন্টে শেষ ম্যাচ হতে চলেছে। 


ফাইনালে মাঠে নামার আগে সিএসকের অভিজ্ঞ ব্যাটার নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা সকলকে জানান। তিনি লেখেন, 'সিএসকে এবং এমআই, দুই দারুণ দলের হয়ে ২০৪টি ম্যাচ, ১৪ মরসুম, ১১টি প্লে-অফ, ৮টি ফাইনাল খেলে পাঁচবার খেতাব জিতেছি। আশা করছি আজ রাতে ছয় নম্বরটা জিতব। এই গোটা সফরটাই দারুণ কেটেছে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের এই ফাইনালটাই আমার আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ হবে। এই দুর্ধাষ টুর্নামেন্ট খেলাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করেছি। সকলকে অনেক ধন্যবাদ। পিছিয়ে আসব না।' 


 



 


রায়াডু নিজের আইপিএল কেরিয়ারে ২৮.২৯ গড়ে ৪৩২৯ রান করেছেন। তিনি এই টুর্নামেন্ট একটি শতরানের পাশাপাশি ২২টি অর্ধশতরানও করেছেন। আইপিএলের সর্বকালীন রানসংগ্রাহকদের তালিকায় তিনি আপাতত ১২ নম্বর স্থানে রয়েছেন। সিএসকে হয়ে ২০১৮ মরসুমটাই অন্তত পরিসংখ্যানের বিচারে তাঁর কেরিয়ারের সেরা আইপিএল মরসুম। তিনি উক্ত মরসুমের ১৬টি ম্যাচে ৪৩ গড়ে ৬০২ রান করেছিলেন। ওই মরসুমে তিনি তিনটি অর্ধশতরান ও একটি শতরান হাঁকিয়েছিলেন।


আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক