আমদাবাদ: আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স। একদিকে যেখানে সিএসকের সামনে খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে আইপিএলের সফলতম দল হওয়ার হাতছানি। সেখানে গুজরাত টাইটান্সের সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই ম্য়াচেই আইপিএলের দুই সর্বকালীন রেকর্ড ভাঙার হাতছানি দুই গুজরাত তারকার সামনে।


নতুন ইতিহাস লিখবেন রশিদ?


বর্তমান মরসুমে গুজরাত টাইটান্সের সাফল্যের প্রধান কারণ তাঁদের দুরন্ত বোলিং আক্রমণ। পার্পল ক্যাপ তালিকার প্রথম তিনে থাকা তিনজনই গুজরাতের বোলার। মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে রয়েছেন প্রথম স্থানে। তাঁর থেকে এক কম ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছেন রশিদ খান আর তৃতীয় স্থান মোহিত শর্মা। ২৪ উইকেট রয়েছে মোহিতের দখলে। এদের মধ্যে রশিদের সামনেই এক সর্বকালীন আইপিএল রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। আর মাত্র এক উইকেট নিলেই রেকর্ড গড়ে ফেলবেন তিনি।


রশিদ আর এক উইকেট নিলেই যুজবেন্দ্র চাহালের রেকর্ড তাঁর নামে করে ফেলবেন। চাহাল ও রশিদ যুগ্মভাবে এক মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক ২৭ উইকেট নিয়েছেন। গত মরসুমে ২৭ উইকেট নিয়েছিলেন চাহাল। যদি রশিদ আজকের ম্যাচে আর একটি উইকেট নেন, তাহলেই তিনি এক আইপিএল মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করে ফেলবেন।


 






যুগ্ম রেকর্ডের হাতছানি


অপরদিকে, শুভমন গিলের এ মরসুমে ৮৫১ রান করে ফেলেছেন। বিগত চার ম্যাচে তিনটি শতরান করে ফেলেছেন তিনি। আইপিএলের এক মরসুমে বিরাট কোহলির ৯৭৩ রানই সর্বকালের সর্বোচ্চ। গিল যদি ফাইনালে ১২৩ রান করতে পারেন, তাহলে তিনি কোহলির এই রেকর্ড ভেঙে ফেলবেন। কাজটা কঠিন হলেও, অসম্ভব কিন্তু নয়। আবার ফাইনালে শতরান হাঁকালে গিল এক মরসুমে সর্বাধিক চারটি শতরান করার রেকর্ডেও ভাগ বসাবেন। এখনও পর্যন্ত বিরাট কোহলি ও জস বাটলারই এক মরসুমে চারটি শতরান করেছেন। সেই রেকর্ডেও ভাগ বসাতে পারেন গিল।   


আরও পড়ুন: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?