করাচি: একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের তৎকালীন অধিনায়ক শাহিদ আফ্রিদি চড় মারার পরেই স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন মহম্মদ আমির। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক। তাঁর আরও দাবি, সেই সময় টেস্টে পাকিস্তানের অধিনায়ক সলমন বাট আগে থাকতেই গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১০ সালে পাকিস্তানের কুখ্যাত ইংল্যান্ড সফরের বিষয়ে রজ্জাক বলেছেন, ‘আফ্রিদি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এরপরেই আমি চড় মারার আওয়াজ পাই। তারপর আমির গোটা ঘটনা বলে। আমার মনে হয়, নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য আইসিসি-র দ্বারস্থ হওয়ার বদলে পিসিবি-র উচিত ছিল ওই তিন খেলোয়াড়কে (আমির, বাট ও মহম্মদ আসিফ) দেশে ফেরত পাঠিয়ে দিয়ে এক বছরের জন্য নির্বাসিত করা। সেটা না করে পিসিবি সারা বিশ্বে পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তির ক্ষতি করে।’
বাটের বিষয়ে রজ্জাক বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই সলমন বাট ইচ্ছাকৃতভাবে আউট হয়ে যাচ্ছিল, রান করছিল না। আমার সন্দেহ হওয়ায় আফ্রিদিকে সে কথা বলি। কিন্তু ও বলে, এটা আমার ভুল ধারণা। তবে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপের একটি ম্যাচে বাটের সঙ্গে ব্যাটিং করার সময় আমি স্পষ্ট বুঝতে পারি, ও ইচ্ছাকৃতভাবে দলকে ডোবাচ্ছে। আমি ওকে বলি এক রান নিয়ে আমাকে স্ট্রাইক দিতে। কিন্তু ও আমার কথা না শুনে প্রতি ওভারে দু-তিনটি ডট বল খেলে তারপর আমাকে স্ট্রাইক দিতে থাকে। এর ফলে আমি চাপে পড়ে গিয়ে আউট হয়ে যাই।’
আফ্রিদি চড় মারার পরেই স্পট-ফিক্সিংয়ের কথা স্বীকার করেন আমির, জানালেন আবদুল রজ্জাক
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jun 2019 08:39 PM (IST)
তাঁর আরও দাবি, সেই সময় টেস্টে পাকিস্তানের অধিনায়ক সলমন বাট আগে থাকতেই গড়াপেটার সঙ্গে যুক্ত ছিলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -