মুম্বই: ভারত সফরের জন্য অমল মুজুমদারকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কাজ করবেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল অমল। ৪৮.১৩ গড় রেখে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১,১৬৭ রান করলেও কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি ৪৪ বছর বয়সী অমলের। কেরিয়ারের সিংহভাগ কেটেছে মুম্বইয়ের হয়ে খেলে। পরে অসম ও অন্ধ্র প্রদেশেরও প্রতিনিধিত্ব করেন তিনি। অমল বলেছেন, ‘গত সপ্তাহে আমাকে প্রস্তাব দেওয়া হয় আর আমি রাজি হয়ে যাই। আমার কাছে এটা দারুণ সুযোগ। দক্ষিণ আফ্রিকার মতো একটি আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত।’ লিস্ট এ ক্রিকেটেও বেশ সফল অমল। ঝুলিতে রয়েছে ৩,২৮৬ লিস্ট এ রান। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতাও ছিলেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসাবে অমলের কাজটা সহজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০১৫ সালে ভারত সফরে এসে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চার টেস্টের সিরিজে ০-৩ দুরমুশ হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অমল বলেছেন, ‘নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। বড় পরীক্ষা। তবে আমি মুখিয়ে রয়েছি। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা ভীষণ কঠিন।’ ভারতের স্পিন-অস্ত্রের সামনে চার বছর আগে মুখ থুবড়ে পড়েছিল প্রোটিয়া ব্যাটিং। অমল অবশ্য অতীত ব্যর্থতা নিয়ে ভাবতে নারাজ। বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা দলটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছে। তরুণরা এসেছে। তাতে কঠিন পরীক্ষা দিতে হবে। চার বছর আগে কী হয়েছিল মনে রাখলে চলবে না। এবার নতুন করে শুরু করতে হবে।’