বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ নবি
Web Desk, ABP Ananda | 09 Sep 2019 06:21 PM (IST)
তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন নবি
চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। ৩৪ বছরের অলরাউন্ডার আফগানিস্তানের হয়ে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের বিরুদ্ধে গত বছর টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন নবি। তিনি চান দেশের তরুণরা টেস্ট ক্রিকেটে নিজেদের প্রমাণ করুক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশিত একটি ভিডিও বার্তায় নবি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ ফর্ম্যাট আর সকলেই এটা খেলতে চায়। গত ১৮ বছর ধরে আফগানিস্তান ক্রিকেটের সেবা করেছি। স্বপ্ন দেখতাম আফগানিস্তান টেস্ট স্বীকৃতি পাচ্ছে। সেই স্বপ্ন পূরণ হয়েছে।’ নবি আরও বলেছেন, ‘আমরা বছরে ২-১টা টেস্ট খেলি। তাই আমি চাই আমার পরিবর্তে একজন তরুণ সুযোগ পাক। কারণ ঘরোয়া ক্রিকেটে তরুণরা ভাল খেলছে। আমি চাই তারা প্রাপ্য সুযোগ পাক কারণ তাতে ভবিষ্যতে একটা ভাল টেস্ট দল তৈরি হবে।’ আফগানিস্তানের প্রথম টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি – সবেতেই খেলেছেন নবি। আইপিএল ও বিগ ব্যাশ লিগে নিয়মিত খেলেন। সীমিত ওভারের ক্রিকেটে তিনি খেলা চালিয়ে যেতে চান। নবি বলেছেন, ‘যতদিন পারব, আফগানিস্তানের হয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলে যাব।’