নয়াদিল্লি: গতকাল সন্ধেয় অমৃতসরে রাবণ দহন দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। দশেরার আনন্দ শোকে পরিণত হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে বিষাদের ছায়া। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ এবং তারকা অফস্পিনার হরভজন সিংহ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন।



ট্যুইট করে বিরাট জানিয়েছেন, ‘অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’



সহবাগ ট্যুইট করে বলেছেন, ‘অমৃতসরে ভয়বাহ ট্রেন দুর্ঘটনার হৃদয়বিদারক খবর শুনলাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি। যাঁরা রক্ত দিতে ইচ্ছুক, তাঁরা অমৃতসরের গুরু নানক হাসপাতাল ও সিভিল হসপিটালে যেতে পারেন।’



পঞ্জাবের ক্রিকেটার হরভজন ট্যুইটারে লিখেছেন, ‘অমৃতসরে দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনদের প্রতি আমি সমব্যথী।’