নয়াদিল্লি: ৮৭ বছর বয়সি ক্রিকেটপ্রেমী চারুলতা পটেলকে শ্রদ্ধা জানাল আমুল ইন্ডিয়া। ট্যুইটারে একটি ছবি পোস্ট করা হয়েছে আমুলের পক্ষ থেকে। সেই ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন শিশুর মাঝে বসে ভুভুজেলা বাজাচ্ছেন চারুলতা। এই ছবিতে চারুলতাকে ‘গ্র্যান্ডমাদার ইন্ডিয়া’ বলে উল্লেখ করা হয়েছে।



ভারত-বাংলাদেশ ম্যাচে গ্যালারিতে দেখা যায় চারুলতাকে। এই বৃদ্ধা সবার নজর কেড়ে নেন। খেলা শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করেন। চারুলতা জানিয়েছেন, তিনি ১৯৮৩ সালে কপিল দেবের দলকে বিশ্বকাপ জিততে দেখেছিলেন। এবার কোহলির হাতেও ট্রফি দেখতে চান তিনি। কোহলি তাঁকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলির টিকিট দেবেন বলে জানিয়েছেন।