লিডস: বিশ্বকাপের মতো আচমকাই গোড়ালির চোটের কারণে ভারতীয় দলের অলরাউন্ডার বিজয় শঙ্করের ছিটকে যাওয়া এবং এরপর রিজার্ভ তালিকাকে পাশ কাটিয়ে তাঁর পরিবর্ত হিসেবে মায়াঙ্ক অগ্রবালের ভারতীয় দলে অন্তর্ভূক্তিতে অনেকেই বিস্মিত হয়েছেন।
এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচকরা যখন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছিলেন, তখন ব্যাটিং রিজার্ভ হিসেবে অম্বাতি রায়ডুর নাম জানানো হয়েছিল। কিন্তু বিজয় শঙ্করের পরিবর্তে মায়াঙ্ককে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, নির্বাচকদের এই মত পরিবর্তনের কারণ কী।
ঘটনাক্রম সম্পর্কে ওয়াকিবহাল সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে যে, রায়ডুর বদলে মায়াঙ্ককে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, পাঁচ সদস্যের নির্বাচক কমিটির নয়।
ওই সূত্র বলেছে, টিম ম্যানেজমেন্ট জানিয়ে দেয় যে, বিজয় শঙ্করের পরিবর্তে তারা মায়াঙ্ককে চায়। তাই এক্ষেত্রে নির্বাচকদের আলোচনার কোনও প্রশ্ন ছিল না।
ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক কেরিয়ার দারুণভাবে শুরু করেছেন মায়াঙ্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল কর্নাটকের এই ব্যাটসম্যানের। বল মুভ করলে মায়াঙ্ক টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন এবং লোকেশ রাহুল তাঁর পছন্দের চার নম্বর পজিশনে ফিরতে পারেন। এ সব কথা বিবেচনা করেই সম্ভবত মায়াঙ্ককে দলে নেওয়া হয়েছে।
২০১৮-র গ্রীষ্মে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এ দলের বিরুদ্ধে ত্রিদলীয় টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সও মায়াঙ্ককে টিম ম্যানেজমেন্টের দলে চাওয়ার অন্যতম কারণ বলে ওই সূত্র জানিয়েছে।
ওই সূত্র বলেছে, এ দলগুলির বিরুদ্ধে ওই একদিনের সিরিজে মায়াঙ্ক চার ইনিংসে দুটি সেঞ্চুরি সহ ২৮৭ রান করেছিলেন। লেইসেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে তাঁর ১৫১ রানের ইনিংসও মাথায় রাখতে হবে।ওই সিরিজও জুন ও জুলাই মাসে খেলা হয়েছিল। কাজেই বিশ্বকাপের পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে।
আর এই পুরো ঘটনা দেখিয়ে দিল যে, নির্বাচক প্যানেলের একজন চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে, যিনি এ সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জসপ্রিত বুমরাহর বলে টেনে গোড়ালিতে চোট পেয়ে আহত বিজয় শঙ্করকে কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানো হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালে কেন বিজয় শঙ্করকে মাঠে জল নিয়ে যেতে দেওয়া হল, সেই প্রশ্নও উঠছে।
বিজয় শঙ্করের পরিবর্তে মায়াঙ্ককে দলে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, খবর সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2019 12:33 PM (IST)
বিশ্বকাপের মতো আচমকাই গোড়ালির চোটের কারণে ভারতীয় দলের অলরাউন্ডার বিজয় শঙ্করের ছিটকে যাওয়া এবং এরপর রিজার্ভ তালিকাকে পাশ কাটিয়ে তাঁর পরিবর্ত হিসেবে মায়াঙ্ক অগ্রবালের ভারতীয় দলে অন্তর্ভূক্তিতে অনেকেই বিস্মিত হয়েছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -