• নয়াদিল্লি: সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে ইতিহাস রচনা করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করেছে ভারত। সেইসঙ্গে ব্রিসবেনের গাব্বায় প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাওযার লজ্জার সঙ্গে আট উইকেটে হারের ধাক্কা খেতে হয়েছিল ভারতকে। প্রথম টেস্টের পর ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি। তারপরও দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। প্রথমসারির একাধিক খেলোয়াড় চোট পেয়েছিলেন। প্রায় ভাঙা দল নিয়েও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে ভারত।
    এই দুরন্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় দল সমগ্র ক্রিকেট বিশ্বেরই তারিফ আদায় করে নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অভিনন্দন বার্তা। এরইমধ্যে শিল্পপতি আনন্দ মাহিন্দা ভারতের তরুণ ক্রিকেটারদের পুরস্কার দেওযার কথা ঘোষণা করেছেন। ট্যুইট করে এ কথা জানিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। তিনি জানিয়েছেন, দলের হয়ে অভিষেককারী ৬ খেলোয়াড়কে মাহিন্দ্রা থর এসইউভি উপহার দেবেন।



উল্লেখ্য, খেলোয়াড়দের আনন্দ মাহিন্দ্রার উপহার এই প্রথম নয়। এর আগেও এভাবে খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছেন এবং উৎসাহ যুগিয়েছেন। আনন্দ মাহিন্দ্রা এর আগে ২০১৭-তে সুপার সিরিজ জয়ের পর কিদাম্বী শ্রীকান্তকে টিইউভি ৩০০ উপহার দিয়েছিলেন তিনি।
শুক্রবার ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিলাসবহুল গাড়ির ভিডিও শোয়ার করেন। ওই বিএমডব্লু গাড়িতে দেখা যায় টেম্পোরারি রেজিস্ট্রেশন প্লেট। এর থেকেই বোঝা যায়, গাড়িটি নতুন। হায়দরাবাদের রাস্তার সিরাজ তাঁর ওই গাড়ি চালানোর ভিডিও-ও পোস্ট করেছেন।
সিরাজ সিরিজে ভারতের হয়ে সর্বাধিক ১৩ উইকেট নিয়েছেন। এরমধ্যে একটি ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।
জীবনের সেরা সুযোগের সামনে দাঁড়িয়ে হারিয়েছিলেন সবথেকে বড় ভরসাকে। বাবাকে হারানোর কষ্ট বুকে রেখেই চোয়াল শক্ত করেছিলেন ডনের দেশে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য। ফিরে এসে বাড়ি না ঢুকেই সোজা ছুটেছিলেন বাবাকে কবরে শ্রদ্ধা জানাতে। দুঃখের আবহের মাঝেই আত্মত্যাগ-কঠোর পরিশ্রমের সুবাদে যে সাফল্য তিনি পেয়েছেন, তার জন্য নিজেই নিজেকে এবার পুরষ্কৃত করলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় ভারতকে ঐতিহাসিক বর্ডার-গাওস্কর সিরিজ জেতানোর অন্যতম কারিগর নিজের জন্য কিনলেন একটি বিএমডবলিউ গাড়ি।