গুয়ানা: দীর্ঘ তিন বছর পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে ফিরেই নিজের মনোভাব সাফ করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মুস্তাফিজুর রহমানের বলে ১০৪ মিটারের বিশাল ছক্কা হাঁকালেন তিনি। ওই ম্যাচে এটাই ছিল সবচেয়ে বিশাল ছক্কা। ২০১৫-র নভেম্বরের পর থেকে এতদিন ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে ছিলেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে দলকে জেতাতে পারেননি ঠিকই। কিন্তু মুস্তাফিজুরের বলে এই ছক্কা মেরে বুঝিয়ে দিলেন তিনি সীমিত ওভারের ক্রিকেটে দাপট দেখাতেই এসেছেন। আসলে ইনিংসের ৩৮ তম ওভারে আট নম্বরে তিনি যখন ব্যাট করতে নামেন তখন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাতের বাইরে চলে গেছে। বিগ হিটিংয়ের জন্য পরিচিত রাসেল মুস্তাফিজুরের একটা বল মিড উইকেটের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন। বল গিয়ে পড়ল একেবারে স্টেডিয়ামের বাইরে। আম্পায়ারদের নতুন বল চেয়ে খেলা শুরু করতে হয়। পরের বলে জোরাল স্ট্রেট ড্রাইভ। আর একটু হলেই আঘাত পেতে পারতেন আম্পায়ার। কোনওক্রমে আঘাত এড়ান তিনি। মাশরফি মোর্তাজা অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি রাসেলকে। মোর্তাজার স্লোয়ারে ঠকে গিয়ে ১২ বলে ১৩ রানে ফিরে যান তিনি। ওই ম্যাচে টেস্ট সিরিজে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪৮ রানে জিতে একদিনের সিরিজে ১-০ এগিয়ে তারা।