কলম্বো: পাকিস্তানকে সহজেই ৬০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। জয়ের নায়ক দুই ব্যাটসম্যান অর্জুন আজাদ ও এন টি তিলক বর্মা। তাঁরা দু’জনেই শতরান করেন। ওপেনার অর্জুন করেন ১২১ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা তিলক করেন ১১০ রান। পাকিস্তানের রোহেল খানও (১১৭) শতরান করেন। তবে তাঁর পক্ষে দলকে জেতানো সম্ভব হয়নি।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রান করে। অর্জুন ও তিলকের জুটিতে যোগ হয় ১৮৩ রান। অর্জুনের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কা। তিলক ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন।

বড় রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪৬.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে স্পিনার অথর্ব আনকোলেকর তিনটি এবং দুই মিডিয়াম পেসার বিদ্যাধর পাতিল ও সুশান্ত মিশ্র দু’টি করে উইকেট নেন।