এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রান করে। অর্জুন ও তিলকের জুটিতে যোগ হয় ১৮৩ রান। অর্জুনের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ছক্কা। তিলক ১০টি বাউন্ডারি ও একটি ছক্কা মারেন।
বড় রান তাড়া করতে নেমে পাকিস্তান ৪৬.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে স্পিনার অথর্ব আনকোলেকর তিনটি এবং দুই মিডিয়াম পেসার বিদ্যাধর পাতিল ও সুশান্ত মিশ্র দু’টি করে উইকেট নেন।