এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১,৯১৬। দেশজুড়ে লকডাউনের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ক্রীড়াবিদরা এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়িয়েছেন। কুম্বলের প্রাক্তন সতীর্থদের অনেকেই ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরেশ রায়নারা টাকা দিয়েছেন। এবার এই লেগস্পিনারও এগিয়ে এলেন। করোনা ভাইরাসকে আউট করাই লক্ষ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করে জানালেন কুম্বলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2020 09:23 PM (IST)
দেশজুড়ে লকডাউনের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসকে বোল আউট করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার সামান্য অবদান রাখলাম। সবাই দয়া করে বাড়িতে থাকুন।’