নয়াদিল্লি: ভারতের প্রাক্তন কোচ জন রাইটের মতো করেই দলকে চালাতে চান নতুন কোচ অনিল কুম্বলে। তিনি দলের উপর নিজস্ব ভাবনা চাপিয়ে দেওয়ার বদলে ক্রিকেটারদের সেটি বোঝাতে চান।


বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, ‘আমি জন রাইটের কোচিংয়ে দীর্ঘদিন খেলেছি। আমার উপর তাঁর প্রভাব আছে। তাঁর দেখানো পথেই আমি চলব।’ প্রথমে দলের সবকিছু বুঝে নিতে চাইছেন নতুন কোচ। এরপর তিনি ক্রিকেটারদের নিজের কর্মপদ্ধতি বোঝাবেন। তাঁরা সেই ভাবনায় সন্তুষ্ট হলে দল সেভাবেই চলবে। না হলে সেই ভাবনা বাতিল হয়ে যাবে। দলকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে চান কুম্বলে।

 

ভারতের নতুন কোচ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন। সেই সময়ও তিনি রাইটের সঙ্গে কাজ করেছিলেন। গ্যারি কার্স্টেনের সঙ্গে অবশ্য বেশিদিন কাজ করার সুযোগ হয়নি কুম্বলের। তবে ভারতের প্রাক্তন এই দুই কোচই যেভাবে নেপথ্যে থেকে কাজ করতেন, সেভাবেই কাজ করতে চাইছেন কুম্বলে। তাঁর মতে, কোচের কাজ হল অধিনায়কের উপর থেকে চাপ কমিয়ে দেওয়া। তিনি নিজে যখন ভারতের অধিনায়ক ছিলেন, তখন বুঝতে পারতেন, মাঠের মধ্যেই শুধু নয়, মাঠের বাইরেও সিদ্ধান্ত নিতে হয়। কোচ হিসেবে এক্ষেত্রে তিনি অধিনায়ককে সাহায্য করবেন।

 

কুম্বলের মতে, ক্রিকেট মাঠের মধ্যেই কোচর কাজ শেষ হয়ে যায় না। খেলার বাইরেও তাঁর ভূমিকা থাকে। ব্যক্তিত্ব ও নেতা গড়ে তোলা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। এই ক্রিকেটারদের নেতা হিসেবে গড়ে তুলতে হবে। এই কাজ দ্রুত করা যায় না। খেলায় উত্থান-পতন থাকে। সাফল্যের মতো ব্যর্থতার সময়েও কোচকে নিজের দায়িত্ব পালন করতে হয়।