নয়াদিল্লি: জসপ্রীত বুমরাহ ভবিষ্যতে ভারতের সর্বকালের সেরা পেসার হয়ে উঠতে পারেন। এমনই বলছেন দেশের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার অনিল কুম্বলে। তিনি বুমরাহর প্রশংসা করে বলেছেন, ‘ওর মধ্যে ভারতের সর্বকালের সেরা পেসার হয়ে ওঠার হয়ে সবরকম গুণ আছে। ওর কেরিয়ারের শুরুতেই সেই ছায়া দেখা যাচ্ছে। ওর বয়স মাত্র ২৫ বছর। ওর সামনে দীর্ঘ পথ পড়ে আছে। ওর দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভাল লাগছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করেন বুমরাহ। তিনি বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। অ্যান্ডি রবার্টস, কার্টলি অ্যামব্রোজের মতো কিংবদন্তী ক্যারিবিয়ান পেসাররা বুমরাহর প্রশংসা করেছেন। তবে এই ডানহাতি পেসারকে সবচেয়ে বড় শংসাপত্র দিয়েছেন কুম্বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ও অনেক বেশি ধারাবাহিক। ও জানে কীভাবে উইকেট নিতে হয়। শুধু বোলিংয়ের দক্ষতা, বাইরের দিকে বল নিয়ে যেতে পারা বা বাউন্সার দেওয়াই নয়, প্রত্যাঘাতের ক্ষমতা রয়েছে বুমরাহর। সেটাই ওর সবচেয়ে বড় গুণ। ও সবসময় খেলা শেখার চেষ্টা করে। ও দ্রুত ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রত্যেক ব্যাটসম্যানের জন্য আলাদা বোলিং করে।’

কুম্বলে আরও বলেছেন, ‘অন্যান্য তরুণদের সঙ্গে বুমরাহর পার্থক্য হল, ও দু’টি বা তিনটি উইকেটকে পাঁচ উইকেটে পরিণত করতে পারে। ও দেশকে ম্যাচ জেতায়। দল চায় বোলাররা ম্যাচ উইনার হয়ে উঠুক। বুমরাহ সেটাই করে দেখাচ্ছে।’