নয়াদিল্লি: দীর্ঘ ১৩ বছর পরে অলিম্পিক পদক পেতে পারেন প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে লংজাম্পে পঞ্চম স্থানে শেষ করেছিলেন অঞ্জু। প্রথম তিনটি স্থানেই ছিলেন রাশিয়ার অ্যাথলিটরা। কিন্তু তাঁরা তিনজনই ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। ফলে অঞ্জুর কপাল খুলে যেতে পারে।

স্বাধীনতার পর থেকে কোনও ভারতীয় অ্যাথলিটই ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জিততে পারেননি। এবার অঞ্জুর সামনে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ এসেছে। এই প্রাক্তন ভারতীয় অ্যাথলিটের স্বামী ববি জর্জ আশাবাদী।

এথেন্সে লংজাম্পে সোনা, রুপো ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে তাতিয়ানা লেবেদেভা, ইরিনা মেলেশিনা ও তাতিয়ানা কতোভা। চতুর্থ স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার ব্রনউইন থম্পসন। অঞ্জুর পিছনে ছিলেন গ্রেট ব্রিটেনের জেড জনসন। রাশিয়ান অ্যাথলিটদের পদক কেড়ে নেওয়া হলে অঞ্জুরা সেই পদক পাবেন।