বেঙ্গালুরু: মহিষের দৌড়ে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। উসেইন বোল্টের রেকর্ড ভেঙে হইচই ফেলে দিয়েছেন শ্রীনিবাস গৌড়া। এবার তাঁর রেকর্ডও ভেঙে দিলেন নিশান্ত শেট্টি নামে অপর এক কাম্বালা রানার। শ্রীনিবাস সম্প্রতি ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৫ সেকেন্ডে। নিশান্ত সেখানে ১০০ মিটার দৌড়েছেন ৯.৫১ সেকেন্ডে। তিনি ১৪৩ মিটার দৌড়তে সময় নিয়েছেন ১৩.৬৮ সেকেন্ড। ফলে নতুন রেকর্ড গড়েছেন এই ক্রীড়াবিদ।
সম্প্রতি শ্রীনিবাসকে সংবর্ধনা দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শ্রীনিবাসকে ৩ লক্ষ টাকা পুরস্কারও দেয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও ট্যুইটে এই কাম্বালা রানারের প্রশংসা করেন। তিনি জানান, সাই-এ শ্রীনিবাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কিন্তু সাই-এর কোচেদের সামনে ট্রায়াল দিতে নারাজ শ্রীনিবাস। কারণ হিসেবে তিনি জানান, কোনওদিন ট্র্যাকে দৌড়ননি। বরাবরই কাদামাঠে ছুটেছেন। এবার সাই-এ নিশান্তের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কি না সেটাই দেখার।
১৩.৬৮ সেকেন্ডে ১৪৩ মিটার দৌড়! শ্রীনিবাস গৌড়ার রেকর্ড ভেঙে দিলেন কাম্বালা রানার নিশান্ত শেট্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2020 08:35 PM (IST)
শ্রীনিবাস সম্প্রতি ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৫ সেকেন্ডে। নিশান্ত সেখানে ১০০ মিটার দৌড়েছেন ৯.৫১ সেকেন্ডে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -