নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত সময়ে টাই হওয়ার পর সুপার ওভারেও দু’দলের রান সমান হওয়ায় যেভাবে বাউন্ডারি বেশি মারায় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, সেই নিয়ম ঠিক নয় বলেই মনে করেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বাউন্ডারির সংখ্যা না দেখে আরও একটি সুপার ওভার করা উচিত।
বিশ্বকাপ ফাইনালে যে নিয়মের ভিত্তিতে ইংল্যান্ডকে জেতানো হয়েছে, তার তীব্র সমালোচনা করেছেন রোহিত শর্মা, গৌতম গম্ভীর, যুবরাজ সিংহরা। ক্রিকেটপ্রেমীরাও আইসিসি-র উদ্দেশে তোপ দেগেছেন। এ বিষয়ে সচিন বলেছেন, ‘আমার মনে হয় বিজয়ী ঠিক করার জন্য দু’দলের মারা বাউন্ডারির সংখ্যা দেখার বদলে আরও একটি সুপার ওভার করা উচিত ছিল। শুধু বিশ্বকাপ ফাইনালই নয়, সব ম্যাচেই এই নিয়ম চালু করা উচিত। কারণ, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবল ম্যাচ যেমন অতিরিক্ত সময়ে গড়ালে অন্য কিছু দেখা হয় না, ক্রিকেটেও তেমনই হওয়া উচিত।’
ভারতীয় দল লিগ পর্যায়ে শীর্ষে থাকার পর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বিরাট কোহলি আইপিএল-এর ধাঁচে প্লে অফের পক্ষে সওয়াল করেন। তাঁর সুরেই সচিন বলেছেন, ‘যে দু’টি দল লিগ পর্যায়ে সবার উপরে থাকে, তাদের কথা অবশ্যই ভাবা উচিত। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলার জন্য তাদের অবশ্যই কিছুটা সুবিধা পাওয়া উচিত।’
সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে সচিন বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, আমি ধোনিকে ওর স্বাভাবিক জায়গা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাতাম। ভারতীয় দল যে জায়গায় ছিল এবং ওর যা অভিজ্ঞতা আছে, তাতে ওকে ইনিংস গড়তে বলা উচিত ছিল। হার্দিক (পাণ্ড্য) ৬ নম্বরে ব্যাট করতে পারত। তারপর (দীনেশ) কার্তিক সাত নম্বরে নামতে পারত।’
বাউন্ডারির সংখ্যা না দেখে আরও একটি সুপার ওভার করা উচিত, মত সচিনের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2019 09:05 PM (IST)
সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে সচিন বলেছেন, কোনও সন্দেহ নেই, আমি ধোনিকে ওর স্বাভাবিক জায়গা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাতাম।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -