করাচি: বিশ্বকাপে ভরাডুবির পর এবার পাকিস্তান ক্রিকেট দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিতে চলেছে পিসিবি। এ মাসের শেষদিকে বৈঠকে বসতে চলেছে পিসিবি-র ক্রিকেট কমিটি। সেই বৈঠকে সরফরাজ আহমেদের উপর থেকে চাপ কমানোর জন্য অধিনায়কত্বের দায়িত্ব ভাগ করে দেওয়া, কোচ ও সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য নতুন করে আবেদনপত্র চাওয়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। কবে এই বৈঠক হবে, সে বিষয়ে কিছু জানাতে নারাজ পিসিবি। তবে সূত্রের খবর, ২৯ জুলাই এই বৈঠক হতে পারে।


সংবাদসংস্থা পিটিআই-কে পিসিবি-র এক কর্তা জানিয়েছেন, ‘ব্যক্তিগত কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে ক্রিকেট কমিটির সদস্য মিসবা উল হকের। সেই কারণেই বৈঠকের দিন পিছিয়ে যাচ্ছে। মিসবা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, তাহলে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন। লাহৌরে থাকলে অবশ্য মিসবা সশরীরে বৈঠকে যোগ দেবেন। ওয়াসিম আক্রম ও উরুজ মমতাজ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দেবেন। পিসিবি-র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের নেতৃত্বে হবে এই বৈঠক।’

পিসিবি সূত্রে আরও খবর, ক্রিকেট কমিটির বৈঠকে এবারের বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। পিসিবি চেয়ারম্যান এহসান মানি ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম ইতিমধ্যেই পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থারকে জানিয়ে দিয়েছেন, তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না। পাকিস্তানের কোচের পদে থাকতে হলে তাঁকে নতুন করে আবেদন করতে হবে। সাপোর্ট স্টাফ হিসেবে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারের নামও পিসিবি-র ভাবনায় রয়েছে।