এই ম্যাচে ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান মনদীপ। ৩০ মিনিটে আর্জেন্তিনার হয়ে একমাত্র গোল করেন গঞ্জালো পেইলাত। বুধবার পরের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। দেশের হয়ে ৩০০ ম্যাচ সর্দার সিংহের, চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আর্জেন্তিনাকে হারাল ভারত
Web Desk, ABP Ananda | 24 Jun 2018 05:55 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ব্রেডা (নেদারল্যান্ডস): অভিজ্ঞ খেলোয়াড় সর্দার সিংহের ৩০০-তম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল। আজ চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিলেন সর্দাররা। গোলদাতা হরমনপ্রীত সিংহ ও মনদীপ সিংহ। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে ভাল জায়গায় থাকল ভারতীয় দল।