নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে, আজ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজের দ্বিতীয় সন্তান জন্মানোর কথা ঘোষণা করেন। ১৫ ফেব্রুয়ারি পৃথিবীতে ভামিকার ভাই আসে। সাধ করে তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন অকায়। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে 'অকায়' (Akaay) শব্দটি।


কী অর্থ এই নামে, কোথা থেকেই বা এর উৎপত্তি। স্বাভাবিকভাবেই বিরুষ্কার সন্তানের নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। বাংলা অভিধান অনুযায়ী এই শব্দটির অর্থ 'পরমাত্মা'। তবে এটাই কিন্তু এই নামের একমাত্র অর্থ নয়। এই শব্দের বিদেশি যোগও রয়েছে বটে। তুর্কি অভিধানেও 'অকায়' বলে এক শব্দ রয়েছে, যার অর্ধ 'উজ্জ্বল চাঁদ।' 


আজই বিরাট ও অনুষ্কা উভয়েই সোশ্যাল মিডিয়া মারফত দ্বিতীয় সন্তানের জন্মানোর খবর সকলকে জানান। সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতি এক পোস্টে লেখেন, 'অত্যন্ত আনন্দ ও ভালবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে, ভামিকার ছোট ভাই অকায়কে আমরা এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভকামনা ও আর্শীবাদের কামনা করছি। এই মূহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ভালবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট ও অনুষ্কা।'


 






এর আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে কম জলঘোলা হয়নি। বিরাট চলতি টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না। ব্যক্তিগত কারণেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। ঠিক কী সেই ব্যক্তিগত কারণ সেই নিয়ে জল্পনা ছিল। তাঁর দ্বিতীয় সন্তান জন্মানোর কানাঘুষোও শোনা যাচ্ছিল। বিরাটের বন্ধু তথা প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স বিরুষ্কার দ্বিতীয় সন্তান জন্মানোর খবরও ফাঁস করে ফেলেছিলেন। পরে অবশ্য নিজের মন্তব্য থেকে সরে দাঁড়িয়ে বিরাটের ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর কথাই বলেন এবিডি। ক্ষমাও চান তিনি। তবে শেষমেশ এবিডির কথাই সত্যি হল। বিরুষ্কার কোল আলো করে এল দ্বিতীয় সন্তান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিশ্রাম পেলেন বুমরা, রাঁচিতেও মাঠে নামতে পারছেন না রাহুল, জানাল বিসিসিআই