মুম্বই: রাজকোটে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরজ়ে ২-১ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। এই টেস্টে দলের তারকা বোলার যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। সেই জল্পনায় সিলমোহর পড়ল।


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল চতুর্থ টেস্টে খেলবেন না বুমরা। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসিসিআই বিবৃতিতে জানায়, 'যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজ়ের দৈর্ঘ্য এবং ওঁ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, তার দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।'  


পাশাপাশি বিসিসিআইয়ের তরফে এও জানানো হয় যে দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল এই ম্যাচের জন্যও ফিট হতে পারেননি। সিরিজ়ের শেষ টেস্টে তাঁর অংশগ্রহণও ফিটনেসের ওপর নির্ভরশীল। রাহুল পেশির চোটের কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে রাহুলের ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিয়েছিলেন।


ভারতীয় অধিনায়ক রাহুলের চতুর্থ টেস্টে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক হলেও, শেষমেশ হতাশাই হাতে এল। ভারতীয় বোর্ডের তরফে রাহুলকে গত টেস্টের আগে ৯০ শতাংশ ফিট বলে দাবি করা হলেও, এদিন বিবৃতিতে জানানো হয়, 'রাহুল চতুর্থ টেস্টে খেলতে পারবেন না। ধর্মশালায় শেষ টেস্টে ওঁর অংশগ্রহণও ফিটনেসের ওপর নির্ভরশীল।'  


 






তৃতীয় টেস্টের শেষে বাংলার মুকেশ কুমারকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি বাংলার হয়ে রঞ্জি ম্যাচও খেলেন। তবে চতুর্থ টেস্টে তিনি ফের একবার জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। 


চতুর্থ টেস্টের জন্য ভারতীয় দল:-


রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: 'বিরুষ্কা'র কোল আলো করে এল দ্বিতীয় সন্তান, নাম জানালেন কোহলি