নয়াদিল্লি: ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। যে সিরিজে নেই বিরাট কোহলি। অতিরিক্ত ক্রিকেটের ধকল যাতে পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেই কারণে কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড। আর এই সময়টা কোহলি কাটাচ্ছেন ছুটির মেজাজে। বৃন্দাবনে কন্যা ভামিকা ও স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের তারকা।
এরই মাঝে অনুষ্কা (Anushka Sharma) এবং কন্যা ভামিকার (Vamika) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বৃন্দাবনের (Vrindavan) একটি আশ্রমে এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করছেন বিরাট কোহলি। ভিডিওটিতে অনুষ্কার কোলে দেখা গিয়েছে শিশু ভামিকাকেও। বলিউড অভিনেত্রী ও প্রাক্তন ভারতীয় অধিনায়ককে ভিডিওর বেশিরভাগ সময় হাতজোড় করে সন্ত প্রেমানন্দ মহারাজের কথা শুনতে দেখা গিয়েছে।
প্রেমানন্দ মহারাজের সঙ্গে কোহলি ও অনুষ্কার আলাপ করিয়ে দেন আর এক সন্ন্যাসী। তারপর বিরুষ্কার গলায় প্রসাদী মালা পরিয়ে দেওয়া হয়। ছোট একটি মালা এনে পরিয়ে দেওয়া হয় ভামিকাকে।
এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটি বৃন্দাবনের আশ্রমে সময় কাটিয়েছে। দিল্লি ফিরে যাওয়ার আগে বৃন্দাবনের এই আশ্রমে প্রায় আধ ঘণ্টা সময় কাটিয়েছেন তাঁরা। তাঁরা আশ্রমে কম্বলও বিতরণ করেছেন। ভিডিওর একটি অংশে এক সাধুকে হাতজোড় করে থাকা অনুষ্কা শর্মার মাথায় চেলি কাপড়ের ঘোমটা দিতে দেখা গিয়েছে। কোহলি ও ভামিকার গলায় মালা পরিয়ে দেওয়া হয়। সকলে মিলে প্রেমানন্দ মহারাজকে প্রণাম করেন।
কোহলিতে আস্থা
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করে রাখা হয়েছে। সেই ক্রিকেটারদের নিজেদের সহজাত খেলা খেলতে দেওয়া উচিত বলে মনে করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachary Srikanth)। যিনি নিজে ক্রিকেটার হিসাবে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছেন। আবার ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত যখন শেষবার বিশ্বকাপ জেতে, তখনও নির্বাচক প্রধান ছিলেন তিনি।
শ্রীকান্ত বলেছেন, 'প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করে দেওয়া উচিত। যেমন ঈশান কিষাণ। ও সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছে। এইরকম ক্রিকেটারদের বলা উচিত মাঠে যাও আর নিজের খেলাটা খেলো। ওদেরকে আটকে দিও না। ঈশান কিষাণের মতোই আরও ২-৩ জন ক্রিকেটার দরকার যারা সহজাত ক্রিকেট খেলতে ভয় পায় না। এই দলে অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার প্রয়োজন। গৌতম গম্ভীর আগে যেমন ওয়ান ডে ক্রিকেটে ইনিংস তৈরি করার দায়িত্ব সামলেছে, বিরাট কোহলিকে এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে। ঈশান কিষাণের মতো ক্রিকেটারকে আরও বিধ্বংসী খেলতে সাহায্য করবে ও। ঠিক যেরকম যে ম্যাচে ঈশান ডাবল সেঞ্চুরি করেছিল, সেই ম্য়াচে কোহলিও সেঞ্চুরি করেছিল।'
আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের