গতকাল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন কোহলি। বলেন, এখনই দাড়ি কামানোর কোনও পরিকল্পনা নেই তাঁর। সঙ্গে সঙ্গে অনুষ্কার জবাব, তুমি করবেও না।
টিমমেট রবীন্দ্র জাডেজার #ব্রেকিংদ্যবিয়ার্ড চ্যালেঞ্জের জবাবে এই পোস্ট করেন কোহলি।
গরম পড়তেই দাড়ি কামানোর রাস্তায় হেঁটেছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার। প্রথমে জাডেজা, তারপর হার্দিক পাণ্ড্য আর রোহিত শর্মা। গোটা হোম সেশনে এঁদের একমুখ দাড়ি ছিল, গরম পড়তেই সব কেটে ছেঁটে মুখ ফর্সা।
কিন্তু অধিনায়ক বিরাট নিজের লুক নিয়ে এখনই পরীক্ষানিরীক্ষার মধ্যে যেতে রাজি নন। তবে এই তিনজনের নতুন চেহারার প্রশংসা করেছেন তিনি।