জয়পুর: একটা দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে ক্রিকেট। এমনটাই মনে করেন কলকাতা নাইট রাইডার্সের বিস্ফোরক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। তাঁর মতে, দক্ষতার খেলা থেকে সরে এসে ক্রিকেট এখন পাওয়ার গেমে পরিণত। ফলে, যে কোনও টার্গেট তাড়া করা সম্ভব।


উথাপ্পা বলেন, খেলার মধ্যে একটা বিশাল পরিবর্তন হচ্ছে। খেলা হিসেবেও পরিবর্তন হচ্ছে ক্রিকেটের। এখন যে কোনও রানের টার্গেট তাড়া করা সম্ভব মনে হয়। পাওয়ার গেমের যুগে এখন রান তাড়া করাটাই পছন্দ বিকল্প।


বুধবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৬ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন উথাপ্পা। ধীরগতির উইকেটে ১৬০ রানের টার্গেট তাড়া করে সহজেই জয় হাসিল করে কেকেআর।


পাঁচ ম্যাচে তিনটি জয়। টুর্নামেন্টে এখনও পর্যন্ত দলের পারফরম্যান্সে খুশি উথাপ্পা। বলেন, নিজেদের খেলা নিয়ে খুশি। আমরা শীর্ষে রয়েছি। যদিও, আমরা একটা খেলা বেশি খেলেছি, তবে ভাল ক্রিকেট খেলেছি। ফলে, ঠিক সময় ভাল পারফরম্যান্স করাটাই গুরুত্বপূর্ণ।


উথাপ্পা মনে করেন, আইপিএল হল দুভাগের খেলা। একটি লিগ ও অন্যটি প্লে-অফ। প্রাথমিক লক্ষ্য হবে, প্লে-অফের যোগ্যতা অর্জন করা। ৬ ম্যাচের পর ক্ষণিক বিরতি থাকবে। আপাতত, যেখানে আছি, তাতে খুশি। প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ।


নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে স্বস্তিতে ৩২ বছরের উথাপ্পা। বলেন, ঘরোয়া মরশুমে ভাল রান পাইনি। কিন্তু, ব্যাটে-বলে করতে পারছিলাম। ফলে, নিজের ক্ষমতার সম্পর্কে আত্মবিশ্বাস ছিলছ। সেটা কাজে লাগাতে পেরে খুশি। এখন আরও উন্নতি করতে চাই।