নয়াদিল্লি: গত মঙ্গলবারই আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন বিরাট কোহলি। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরেছে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ওই সফরে তাঁকে সাহায্য করেছেন বিধ্বংসী প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স। এ কথা নিজেই জানিয়েছেন কোহলি। একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, সাম্প্রতিক টেস্ট সিরিজে ওর কাছ থেকে আমি কিছু শিখেছি। আমার খেলায় কিছু রদবদল করেছি। এ সম্পর্কে আমি এখনও ওকে কিছু বলিনি।
দক্ষিণ আফ্রিকায় প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে কোনও সিরিজে জিতে ফিরেছেন কোহলি। টেস্ট সিরিজে ২-১ হারার পর একদিনের সিরিজ ৫-১ এবং টি ২০ সিরিজ ২-১ জিতে নেয় কোহলির ভারত।
আগামী ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলবেন কোহলি। এ ব্যাপারে কোহলি বলেছেন, সবারই নিজের নিজের মতামত থাকে এবং সেই মতামত সম্পর্কে আমি শ্রদ্ধাশীল। কিন্তু আমি সেটাই করব, যা আমার প্রস্তুতির পক্ষে সবচেয়ে ভালো হবে।
কাউন্টি খেলার জন্য কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে আগামী জুনের টেস্টে ভারতীয় দলে থাকতে পারবেন না কোহলি। তাঁর নজরে একমাত্র ভারতীয় দলের ইংল্যান্ড সফর। ওই সফরে ভারতীয় দল পাঁচটি টেস্ট, তিনটি টি ২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে।
কোন কাউন্টির হয়ে কোহলি খেলবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ভারতীয় দলের অধিনায়ত সারে কাউন্টির হয়েই খেলতে পারেন বলে জল্পনা।
আইপিএলের খেলা শেষ হওয়ার পরই ইংল্যান্ডে উড়ে যাবেন কোহলি।
উল্লেখ্য, সুরেশ রায়নাকে টপকে আইপিএলের সর্বাধিক রান সংগ্রহকারী হলেন কোহলি। এজন্য গত মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে কোহলির ৩১ রান করার দরকার ছিল। দলের ইনিংসের নবম ওভারেই ওই রান করে ফেলেন কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে ৯২ রান করলেও দলকে জেতাতে পারেননি কোহলি। ৪৬ রানে ম্যাচ হেরে যায় বেঙ্গালুরু।
আইপিএলে কোহলির দলের সহ খেলোয়াড় ডিভিলিয়ার্সও ভারতীয় দলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি চ্যালেঞ্জিং ভারত।