রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকের চতুর্থ দিনে ভারতীয়দের ব্যর্থতার মধ্যে একমাত্র আশার আলো তিরন্দাজ অতনু দাস এবং পুরুষ হকি দল।
অতনু এদিন তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের লড়াইয়ে প্রথমে নেপালের জিতবাহাদুর মুকতানকে ৬-০ উড়িয়ে দেওয়ার পর কিউবার আদ্রিয়ানকে ৬-৪ ফলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন।
অন্যদিকে, পুরুষ হকি দল জার্মানির বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। চিঙ্গলেনসানা কাঙ্গুজাম ও কথাজিত খাদাংবামের গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল হজম করে ভারত। শেষদিকে আর্জেন্টিনা চেপে ধরেছিল। তবে ভারতের রক্ষণ জমাট থাকায় আর গোল খেতে হয়নি। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ বি থেকে কার্যত কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন শ্রীজেশ-সর্দাররা। ৩৬ বছর পরে অলিম্পিকে পুরুষ হকির নক-আউট পর্যায়ে যাচ্ছে ভারত।
তিরন্দাজি এবং হকির সাফল্য ছাড়া অবশ্য এদিনও ভারতীয়দের পারফরম্যান্স এককথায় হতাশাজনক। শুটার হিনা সিধু মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ৩৮০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে শেষ করেন।
রোয়িংয়ে ভারতের একমাত্র প্রতিনিধি দাত্তু বাবান ভোকানাল কোয়ার্টার ফাইনালে চতুর্থ হয়ে পদকের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। এদিন ২,০০০ মিটার রেসে ৬.৫৯.৮৯ সময় করেন দাত্তু। তিনি প্রথম ৫০০ মিটার পর্যন্ত ভাল জায়গাতেই ছিলেন। কিন্তু তারপরেই পিছিয়ে পড়েন। এখনও পর্যন্ত এটাই ভারতের ফল। এখন পরবর্তী ইভেন্টগুলির অপেক্ষা।
পুরুষ হকিতে কার্যত শেষ আটে ভারত, তিরন্দাজির শেষ ষোলোয় অতনু দাস
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2016 04:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -