কলকাতা: ইউরো কাপে অন্যতম ফেভারিট হিসাবে খেলছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছেন কিলিয়ান এমবাপেরা। ঠিক সেই সময়ই এমবাপে-করিম বেঞ্জেমাদের দেশ থেকে বড়সড় সাফল্য নিয়ে ফিরছেন ভারতীয় তিরন্দাজরা।


প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে এক ঝাঁক পদক নিয়ে ফিরছেন ভারতীয় তারকারা। শুরুটা হয়েছিল অভিষেক বর্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এল সোনার পদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ সেই সঙ্গে পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷


রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ভারতের মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি ৷ মেক্সিকোকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ রবিবারই সোনা জিতেছেন তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা-অতনুর লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ফুটবলের ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার দিন তিরন্দাজিতেও পারল না ডাচ দল। নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷




২৪ ঘণ্টা আগে, শনিবার বিশ্বকাপ স্টেজ থ্রি-র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অভিষেক বর্মা৷ শুট অফে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়ে সোনা জেতেন তিনি ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপে অভিষেকের এটি দ্বিতীয় সোনা জয় ৷ অলিম্পিক্সের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সাফল্যে বাংলার দুই তারকার অবদানও মনে রাখার মতো। সাফল্যের আনন্দে স্ত্রী দীপিকাকে চুম্বন করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অতনু। মুহূর্তে সেটি ভাইরালও হয়। ৷