সেভিল: ইতিহাসের দোরগোড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ ইউরো কাপে বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে নামছে পর্তুগাল। এই ম্যাচে এক গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হয়ে যাবেন সিআরসেভেন।


জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির ছিল ইরানের আলি দাইয়ের। ১০৯টি গোল করেছিলেন দাই। চলতি ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে জোড়া গোল করে আলি দাই-কে স্পর্শ করেছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে তাঁরও ১০৯টি গোল হয়ে গিয়েছে। আজ বেলজিয়ামের বিরুদ্ধে একটি গোল করলেই বিশ্বের সর্বকালের সেরা স্কোরার হয়ে যাবেন সিআরসেভেন।


রবিবার রাতের ম্যাচ ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বনাম গতবারের ইউরো চ্যাম্পিয়নদের দ্বৈরথ। বেলজিয়াম এখন ফিফা ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দল। আর পর্তুগাল গতবারের চ্যাম্পিয়ন। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে দুই তারকার দিকে। বেলজিয়ামের রোমেলু লুকাকু, যিনি গ্রুপ পর্যায়ে তিন গোল করে ফেলেছেন। অন্যজন পর্তুগালের রোনাল্ডো, যিনি গ্রুপ পর্যায়ে পাঁচ গোল করে স্বপ্ন দেখছেন ইউরো ২০২০-র সর্বোচ্চ গোলদাতার ট্রফি হাতে তোলার।


প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে খোশমেজাজে রয়েছেন রোনাল্ডো। স্পেনে এই ম্যাচ খেলতে আসার পথে উড়ানের মধ্যে সতীর্থ পেপে-র সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ‍‘‍‘চলো, এ বার মাঠে নামার পালা।’’ বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন সিআরসেভেন।


বেলজিয়ামের তারকা লুকাকুও রোনাল্ডোর প্রতি সম্ভ্রম দেখিয়েছেন। শেষ ষোলোর ম্যাচের আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'যন্ত্রের মতো গোল করে যাচ্ছে রোনাল্ডো।' তবে লুকাকুদের কোচ রবের্তো মার্তিনেস রোনাল্ডোকে নিয়ে বেশি ভাবতে নারাজ। মহারণের আগে তিনি জানিয়ে দিয়েছেন, রোনাল্ডোকে আটকানোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই তাঁর। মার্তিনেস বলেছেন, ‍‘‍‘পর্তুগালের আক্রমণ ভাগকে রুখতে হবে। কিন্তু বিশেষ কোনও ফুটবলারকে বেশি নজর দিতে গেলে বিপক্ষের বাকিদের উপর থেকে চাপটা হালকা হয়ে যাবে।’’


কখন, কোথায় দেখবেন ম্যাচ: পর্তুগাল বনাম বেলজিয়াম ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। খেলা শুরু রাত ১২.৩০।


মুড়ি খেয়ে প্র্যাক্টিসে নামতেন, অভাব আর বাবা-মাকে ছেড়ে থাকার কষ্টই অলিম্পিক্সে প্রেরণা প্রণতির