বুয়েনস আইরেস: বিশ্বকাপের আগে ইজরায়েলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিল আর্জেন্তিনা। শনিবার জেরুজালেমের টেডি কোলেক স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে প্যালেস্তাইনপন্থী সংগঠনগুলির প্রতিবাদের জেরেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে বলে আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে খবর। জানা গিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু নিজে আর্জেন্তিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রিকে ফোন করে এই ম্যাচ বাতিল না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি আর্জেন্তিনা।

ম্যাচ বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইজরায়েল সরকার। ইজরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডর লিবেরম্যান ট্যুইট করে বলেছেন, ‘আর্জেন্তিনার ফুটবলের আভিজাত্য ইজরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো শক্তির চাপ সামাল দিতে পারল না। এটা লজ্জাজনক।’

বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্যাচ ১৬ তারিখ আইসল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ইজরায়েলের বিরুদ্ধেই শেষ প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসিদের। কিন্তু প্যালেস্তাইনের পক্ষ থেকে শুরু হয় প্রতিবাদ। সেদেশের ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজৌব মেসিকে এই ম্যাচে না খেলার আর্জি জানায়। এরপরেই ম্যাচ বাতিলের কথা জানা গেল। আর্জেন্তিনার বিদেশমন্ত্রী জর্জ ফাউরি অবশ্য দাবি করেছেন, ‘আমি যতদূর জানি, জাতীয় দলের খেলোয়াড়রা এই ম্যাচ খেলতে চাইছিল না।’

আর্জেন্তিনা দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্পেনের বার্সেলোনায় আছে। সেখান থেকে ইজরায়েল গিয়ে ম্যাচ খেলে রাশিয়ায় যাওয়া নিয়ে গত সপ্তাহেই অসন্তোষের কথা জানিয়েছিলেন আর্জেন্তিনার কোচ জর্জ সাম্পাওলি। তিনি বার্সেলোনাতে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছিলেন। তাঁর সেই ইচ্ছাই পূরণ হচ্ছে।