নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই রাশিয়ায় শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমারদের নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে কোনও খেলোয়াড় নন, এখন ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছেন এক যুবতী। তাঁর নাম ভিক্টোরিয়া লপিরেভা। তিনি এবারের বিশ্বকাপের সরকারি প্রতিনিধি।

৩৪ বছরের ভিক্টোরিয়া একজন নামী মডেল এবং টেলিভিশনে ফুটবল বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক। রাশিয়ার রস্তভ অন ডন শহরে জন্ম এই মহিলার। তিনি রস্তভ বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক হন। ১৯৯৯ থেকে মডেলিং শুরু করেন তিনি। শুরু থেকেই আসতে থাকে একের পর এক সাফল্য। ‘মডেল অফ ডন’, ‘ফেস অফ দ্য ইয়ার’, ‘রস্তভ বিউটি’, ‘ডনব্যাস ওপেন’ সহ বিভিন্ন খেতাব জেতেন এই সুন্দরী। তিনি ২০০৩-এ ‘মিস রাশিয়া’ হন। বিভিন্ন নামী পত্রিকার হয়েও মডেলিং করেছেন তিনি। ফুটবলেও তাঁর সমান উৎসাহ। ২০০৭-এ রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘ফুটবল নাইট’-এ যুগ্ম উপস্থাপক হন তিনি।

শুধু পেশার ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও ফুটবলের সঙ্গে যোগ রয়েছে ভিক্টোরিয়ার। ২০১২ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় রাশিয়ার জাতীয় দলের স্ট্রাইকার ফিওডোর স্মলোভের। তবে দু’বছর পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এবারের বিশ্বকাপের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বের সামনে রাশিয়া ও রস্তভ অন ডনের ঐতিহ্যবাহী শিল্প ও রীতি-নীতি তুলে ধরবেন ভিক্টোরিয়া। এছাড়া রাষ্ট্রপুঞ্জের এইডস বিষয়ক বিশেষ দূত হিসেবে এইচআইভি-র বিষয়ে সচেতনতা এবং বৈষম্যের বিরুদ্ধেও প্রচার করবেন তিনি।

এবারের বিশ্বকাপে যোগ দেওয়া ৩২টি দলের মধ্যে ২০টি দল ব্রাজিলে গতবারের বিশ্বকাপেও খেলেছিল। তারকা ফুটবলাররা মাঠে নামার জন্য তৈরি। তবে আপাতত প্রচারের আলো কেড়ে নিয়েছেন ভিক্টোরিয়া।