বার্সিলোনা: বিশ্বকাপ জিততে গোটা দেশ যার দিকে তাকিয়ে দলের সেই সেরা ফুটবলার লিওনেল মেসি সারা বছর ট্রেনিং করেন যেই মাঠে আর্জেন্তিনা আপাতত প্রাক বিশ্বকাপ প্রস্তুতি সারছে সেখানেই। বার্সিলোনাতেই চলছে ২ বারের বিশ্বসেরাদের স্পেশ্যাল ট্রেনিং॥
গত ৩০ মে হাইতির বিরুদ্ধে মেসির হ্যাটট্রিকে ৪-০ য় জেতার পর থেকে বার্সার মাঠেই প্রস্তুতি চলছে সাম্পাওলির দলের।
৭ জুন পর্যন্ত স্পেনে অনুশীলন করার পর আর্জেন্তিনা রওনা দেবে ইজরায়েলে। তেল আভিভে ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে রাশিয়ায় পৌঁছবেন মেসিরা। বিশ্বকাপে গ্রুপ লিগের প্রথম ম্যাচে ১৬ তারিখ মস্কোয় আর্জেন্তিনার মুখোমুখি হবে আইসল্যান্ডের। গ্রুপ লিগে তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বার্সিলোনার ট্রেনিং নিয়ে দলের কোচ সাম্পাওলি খুশি হলেও ইজরায়েলে প্রস্তুতি ম্যাচ নিয়ে অসন্তুষ্ট।
তিনি বলেছেন, " বার্সিলোনার মাঠেই শেষ প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে ভাল হত। কিন্তু মেনে নিতেই হচ্ছে যে খেলার একদিন আগেই আমাদের ইজরায়েলে যেতে হবে , আবার সেখান থেকে যেতে হবে রাশিয়া। আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন এরকম সূচিই তৈরি করেছে। "
অতিরিক্ত বিমানযাত্রার ধকল নিয়ে অখুশি হলেও দলের ফুটবলারদের ফর্ম নিয়ে আশ্বস্ত সাম্পাওলি। আর তাই রাশিয়ার মাটিতে দারুণ কিছু করে দেখাতে আত্মবিশ্বাসী আর্জেন্তিনার কোচ।