চ্যাংওয়ান: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হচ্ছে আইএসএসএফ শুটিং বিশ্বকাপ (ISSF Shooting World Cup 2022)। আর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা (Arjun Babuta)। আমেরিকার লুকাস কোজেনেস্কিকে ১৭-৯ ব্যবধানে হারিয়ে দেন ভারতের এই তরুণ শুটার। অর্জুন ছাড়াও ফাইনালে ওঠা আরেক ভারতীয় পার্থ মাখিজা চতুর্থ স্থান অধিকার করেছেন। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও নিজের ফেসবুক পেজে এই খবরটি জানিয়েছেন। অর্জুন ও পার্থকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে অংশ নেওয়া জয়দীপ।


এর আগের রবিবার এই ২ ভারতীয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। অর্জুন বাবুটা দ্বিতীয় স্থানে ৬৩০.৫ স্কোরে শেষ করেছিলেন। অন্যদিকে পার্থ ৬২৮.৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে শেষ করেছিলেন। 


উল্লেখ্য, গত বছর দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন ভারতের দিব্যাংশ সিংহ পানওয়ার ও এলাভেনিল ভালারিভান। দিল্লিতে আয়োজিত বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে সোনার পদক এনে দিয়েছিলেন দিব্যাংশ ও এলাভেনিল। বিশ্বকাপে আয়োজক দেশের চতুর্থ স্বর্ণপদক ছিল। এর আগে, যশস্বিনী সিংহ, মনু ভাকের ও শ্রী নিভেথা পরমননথমকে নিয়ে গঠিত ভারতের জাতীয় দল পোল্যান্ডকে ১৬-৮ এ হারিয়ে ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে সোনা জিতেছিল। মহিলা দলের অসাধারণ পারফরম্যান্সের পর পুরুষ দলও সঠিক দিশাতেই হেঁটে এবং ভিয়েতনামকে ১৭-১১ হারিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জেতে। এই সোনাজয়ী দলে ছিলেন সৌরভ চৌধুরি, অভিষেক ভার্মা ও শাহজার রিজভি।  সেবারও টুর্নামেন্টে ভারতীয় পিস্তল শ্যুটাররা দারুণ পারফর্ম করেছেন। সেই ধারা অব্যাহত রেখে এবারও সোনা জিতলেন ভারতের অর্জুন বাবুতা। 


ক্রিকেট, ফুটবলের মতো শুটিংও এখন ভারতের অন্যতম জনপ্রিয় একটি খেলা। প্রতি বছরই অনেক প্রতিভা উঠে আসছে। তাঁরা বিশ্বমঞ্চে পারফর্মও করছেন। অর্জুন তাঁদেরও মধ্যে একজন। আরও পড়ুন: ধৈর্য, লক্ষ্যে স্থির ও ধারাবাহিকতাই সাফল্যের চাবিকাঠি নোভাকের: সচিন